wpwarefree.com ব্লগটির প্রতিষ্ঠাতা আমি Ismail Md. Abunur Shakil. এটির মাধ্যমে বাংলা ভাষায় প্রযুক্তিকে জানা ও শেখার জন্য সবার জন্য উম্মুক্ত একটি প্ল্যাটফর্ম।
আমরা সাধারণত দেখে থাকি, আমরা প্রযুক্তি বিষয়ে কোন একটা সমস্যার সমাধান ইন্টারনেটে খুজতে গেলে দেখি, বেশিরভাগেই ইংরেজিতে। ইংরেজি হওয়াতে আমাদের দেশের বাংলা-ভাষী ও ইংরেজি খুব কম পারদর্শী হওয়ায় আমরা ওসব সমস্যার সমাধান তেমন একটা পাইনা বা বুঝতে পারিনা। তাই আমার মাথায় আসল, আমি এমন একটা বাংলা ভাষায় ব্লগ তৈরি করব, যেটির মাধ্যমে ইংরেজি ব্লগগুলোর মতোই সমাধান পাবে তবে তা হবে বাংলায়।
এই ব্লগটির মাধ্যমে প্রযুক্তিগত সকল সমস্যার সমাধান, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা, অনলাইন টেকনোলজি, অনলাইন ইনকাম, ব্লগিং, ফেসবুক, ইউটিউব ইনকাম ইত্যাদি সম্পর্কে বাংলা ভাষা বিভিন্ন আর্টিংকেলে বিশদভাবে আলোচনা করব।
আমি এই ব্লগের মাধ্যমে, আমার জানা সকল বিষয়ের ওপর আপনাদের জন্য আর্টিকেল লিখব। আমি যা জানি তাই আপনাদের শিখার জন্য আর্টিকেল পাবলিশ করব।
এছাড়া, আপনি এই ব্লগের মাধ্যমে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, সোশ্যাল মিডিয়া নিজেকে কিভাবে আলাদাভাবে উপস্থাপন করবেন, ক্যারিয়ার বিষয়ক আলোচনা, দক্ষতা-বৃদ্ধি, আত্ম-উন্নয়নসহ ইত্যাদি বিষয়ে আর্টিকলে পাবেন।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে মেইল করুন- contact@wpwarefree.com
-ধন্যবাদ